শিলিগুড়ি শহরের যানজট নিরসনে শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে জরুরী বৈঠক

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি শহরের যানজট নিরসনে শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে জরুরী বৈঠক । বিশেষ সমীক্ষা করে শহরে টোটোর সংখ্যা কমানো হবে । কোর্ট মোড়ের নিকট বাগরাকোটের মিনি বাস স্ট্যান্ড খানি শহরের বাইরে নিয়ে যাওয়া হবে । অন্যান্য আরো কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।

    বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র পারিষদ বৃন্দ, জেলা শাসক দার্জিলিং, মহকুমা শাসক শিলিগুড়ি, পুলিশ কমিশনার শিলিগুড়ি, ডি সি পি ট্রাফিক, আর টি ও দার্জিলিং-জলপাইগুড়ি, শিলিগুড়ি মিনি বাস সিন্ডিকেটের কর্তৃপক্ষ, পুর নিগমের আধিকারিক সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ ।এদিন মেয়র জানান এইভাবে যদি টোটোকে চলাচল করতে দেওয়া হয় তবে গোটা শিলিগুড়ি আটকে যাবে।তাই টোটোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রয়োজন।আমরা চাইছি না টোটোর বিপক্ষে যেতে কিন্তুু আমরা শিলিগুড়ির ভালোমন্দের দায়িত্ব নিয়েছি তাই এটা আমাদের দায়িত্ব শিলিগুড়িকে ভালো রাখা এবং শিলিগুড়ির মানুষের দায়িত্ব নিজের হাতে নেওয়া।তাই টোটো চলবে কিন্তুু সেটা হবে নিয়ম মেনেই আমাদের নির্দেশ মতন বলে জানিয়ে দিলেন মেয়র।