|
---|
নিজস্ব সংবাদদাতা : সিকিমের প্রচণ্ড বৃষ্টির কারনে আটকে পড়েছেন শিলিগুড়ির প্রচুর বাঙ্গালী।গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টির কারনে সিকিমে ধস নামে। সিকিমের উত্তর এলাকা জুড়ে প্রবল বৃষ্টির কারনে একেবারেই বিপর্যয় নেমে আসে রাস্তাঘাট এবং ঘরবাড়িতে। প্রচুর গাড়ি আটকে পড়েছেন সিকিমের রাস্তায়। খবরে জানা গেছে সিকিমের ধসে আটকে আছেন প্রায় পঞ্চাশ জন বাঙালী।শিলিগুড়ি থেকে সিকিমের পথে যাওয়া এবং ঘুরতে যাওয়া শিলিগুড়ির বাসিন্দারা একেবারেই আটকে পড়েছেন শিলিগুড়িতে। এর মধ্যে অনেকেই আবার ঘুরপথে দার্জিলিং যাবার চেষ্টা করলেও এখনো পর্যন্ত সফল হতে পারেন নি বলে জানা গেছে। সিকিমের ধসে শিলিগুড়ির বাঙ্গালীদের আটকে পড়ার খবর পেয়েই উদ্বারকার্যে হাত দিয়েছেন শিলিগুড়ির বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। তারা ইতিমধ্যে এলাকায় রওয়ানা হয়ে গেছেন বলে জানতে পারা গেছে। সিকিমের বেশ কিছু এলাকার পাথরের চাই পড়ে রাস্তা আটকে গেছে বলে খবর। সিকিমের ভয়াবহ ধসে আটকে পড়ে যাওয়া মানুষের উদ্বার করতে যাচ্ছেন শিলিগুড়ি থেকে বেশ কিছু অভিযাত্রী।