|
---|
নিজস্ব সংবাদদাতা : অধিবেশন শুরুর আগেই তুরস্কের পার্লামেন্ট চত্বরে আত্মঘাতী বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে।বিস্ফোরণের পাশাপাশি গুলিচালনার ঘটনাও ঘটেছে।
প্রাথমিকভাবে এই ঘটনায় দুই পুলিশ অফিসার গুরুতর আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। তবে এখনই আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।জানা গিয়েছে, গ্রীষ্মকালীন অবকাশের পর রবিবার থেকেই তুরস্কের পার্লামেন্টে সরকারি কাজ শুরু হওয়া কথা ছিল। বসার কথা ছিল অধিবেশনও। পার্লামেন্ট চত্বরে ঘটনার সময় জন সমাগমও হয়েছিল। তুরস্কের আভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়েরলিকায়া এক্স হ্যান্ডলে জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৯টা নাগাদ। দু’জন সন্ত্রাসবাদী সেনাবাহিনীর ব্যবহারের গাড়ি চালিয়ে সোজা চলে আসে পার্লামেন্ট ভবনের কাছে কেন্দ্রীয় আভ্যন্তরীণ মন্ত্রকের দফতরের গেটের সামনে। পুলিশ তাদের বাধা দেয়। এরপরেই দুই পক্ষের গুলি সংঘর্ষ হয়। এরমধ্যেই একজন আত্মঘাতী বোমারু বিস্ফোরণ ঘটায়। অন্যজনকে নিরাপত্তাবাহিনী নিকেশ করে। গোলাগুলি চলার সময় দুই পুলিশ অফিসার আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কোনওরকম সন্ত্রাসবাদী কার্যকলাপকে বাড়তে দিতে নারাজ তুরস্কের সরকার।