রবিবার রাতে বিধ্বংসী ঝড়ের কবলে কোচবিহার জেলা

কোচবিহার: রবিবার রাতে বিধ্বংসী ঝড়ের কবলে কুচবিহারের বিস্তীর্ণ এলাকা। কোচবিহারের বিভিন্ন এলাকায় এদিন প্রচন্ড শিলাবৃষ্টি সহ ঝড় হয়। কোচবিহারের 1 নম্বর ব্লক, কোচবিহার 2 নম্বর ব্লক, মাথাভাঙ্গা, কোচবিহার সদর শহরে ঝড়ের প্রভাব ছিল সব থেকে বেশি।

    বিশেষ সূত্রে জানা গিয়েছে, বিধ্বংসী ঝড়ের কারণে প্রচুর মানুষ আহত হয়েছেন। মৃত্যু হয়েছে দুজনের। কোচবিহার 1 নম্বর ব্লকের অন্তর্গত এলাকায় ঝড়ের কারণে এক কিশোরের মৃত্যু হয়। তার উপর গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে যায়। এছাড়া কোচবিহার 1 নম্বর ব্লকের আরো একটি মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের সময় বাড়িতেই বসে ছিলেন দেবব্রত পাল নামে এক ব্যক্তি। ভয়ানক ঝড়ের কারণে তার ওপর ঘর ভেঙে পড়ে। ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি, এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।