জঙ্গলমহলে ফের মাও পোস্টার

নিজস্ব প্রতিবেদক:- জঙ্গলমহলে ফের মাও পোস্টার৷ তাতে আবার লেখা, ‘ওয়েলকাম টু সিপিআই(মাওবাদী)!’ যার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগাল, তা স্পষ্ট নয় কারও কাছেই। খবর পেয়ে ওই এলাকায় পৌঁছেছে খাতড়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়ার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েত অফিসের মূল ফটকের বাইরে৷ মঙ্গলবার সকালে ওই পঞ্চায়েতের দেওয়ালে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা দু’টি পোষ্টার দেখতে পাওয়া যায়।  একটিতে ‘ওয়েলকাম টু সিপিআই(মাওবাদী) খাতড়া বেদ্যনাথপুর জিপি’ ও অন্যটিতে ‘পার্টির নেতা, পুলিশ, ঠিকাদার হুঁশিয়ার। সিপিআই মাওবাদী। খাতড়া বৈদ্যনাথপুর জি.পি।’  স্বভাবতই, সিপিআই (মাওবাদী)দের নামাঙ্কিত দু’টি পোষ্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছেছিল খাতড়া থানার পুলিশ। এগুলো কি  আদৌ মাওবাদী পোস্টার না এর নেপথ্যে আছে অন্য কোনো কারণ, খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে  মাওবাদী নামাঙ্কিত পোস্টার  উদ্ধার হচ্ছে বাঁকুড়ার জঙ্গলমহলে। বাঁকুড়া জেলা পুলিশের দাবি দ্রুত এই ধরনের পোস্টার দেওয়ার ক্ষেত্রে যুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।