ভিড় রুখতে এবার বন্ধ করে দেওয়া হল মালদার মথুরাপুরের শনিবারের সাপ্তাহিক হাট।

মানিকচক, শেখ সাদ্দাম: করোনার গ্রাসে পুরো বিশ্ব দিনদিন বেড়েই চলেছে এই সর্বনাশী করোনার দাপট ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে আক্রান্তের সংখ্যা আর তার সাথে বাড়ছে মৃতের সংখ্যাও এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে আংশিক লকডাউন চললেও এর আগের সপ্তাহে খোলা ছিল এই সপ্তাহিক হাট, হাটের মধ্যে ছিল উপচে পড়া ভিড় উধাও ছিল করুনার বিধি নিষেধ ,এবার তার ঠিক এক সপ্তাহ পরে আমাদের ক্যামেরায় ধরা পরল এক অন্য চিত্র জনশূন্য হাট এলাকা ঝাঁঝা করছে, ,যেকোনো ভিড় এড়াতে সজাগ মানিকচক পুলিশ প্রশাসন,তাই ভিড় এড়াতে একটি নির্দেশিকা জারি করে বন্ধ করে দেওয়া হলো মানিকচকের মথুরাপুরে সাপ্তাহিক হাট ।

    স্থানীয় বাসিন্দারা বলেন,মথুরাপুর সাপ্তাহিক হাটে রতুয়া,ভূতনি, নাজিরপুর, মানিকচক, ধোরমপুর থেকে মানুষরা আসেন।ফলে ব্যাপক জমায়েত হয় হাটে।প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।