|
---|
নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় শিলিগুড়ির অদূরে মাটিগাড়া হাসপাতাল রোড। রাস্তার মধ্যে থাকা গর্তগুলি বৃষ্টির জলে ভরে গিয়েছে, সে কারণে যাতায়াত করতে অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে পথ চলতি মানুষদের।
স্থানীয় মানুষরা জানিয়েছেন ছয় মাস ধরে রাস্তার এরকম পরিস্থিতি, রাস্তা ঠিক করার নামে শুধু পাথর দেওয়া হয়। এই রাস্তা দিয়ে মাটিগাড়া হাসপাতালে যাতায়াত করতে হয়। প্রতিদিন অনেক রোগী এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন। রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। তবে রাস্তায় ছাড়াই করবার ব্যাপারে প্রশাসন কোন উদ্যোগ নেই।