|
---|
মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া : পরিবারের লোকের সঙ্গে আসানসোল অন্ডাল থেকে মায়াপুর দর্শন এসে গঙ্গায় তলিয়ে গেল দুই কিশোর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ সকালে মায়াপুর হুলোরঘাটের কাছে গঙ্গায়। নিখোঁজ দুই কিশোরের নাম বিপিন ভগত বয়স ১৫ ও সোনু ভগত বয়স ১১ বিপিন দশম শ্রেণীর ছাত্র আর সোনু অষ্টম শ্রেণীতে পড়ে। ওরা সম্পর্কে খুড়তুতো এবং জ্যাঠতুতো ভাই দু’জনে বাড়ি আসানসোলের অন্ডালের ফুলবাড়ি এলাকা থেকে একটি ছোটো গাড়িতে ৮জন আসে মায়াপুর দর্শনে। এরপর পরিবারের সঙ্গে ওই দুই কিশোর গঙ্গাস্নানে যায়। বাড়ির লোকেরা যখন স্নান সেরে ঘাটে উঠে আসে। তখন সকলের অলক্ষ্যে ওই দুই কিশোর জলে নেমে তলিয়ে যায়।তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পরে ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি শুরু করে। রাত পর্যন্ত দু’কিশোরে দেহ উদ্ধার করা যায়নি।