মেদিনীপুরের "স্বর-আবৃত্তি"র বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা "উৎসারিত আলো ২০২০

সেখ মহম্মদ ইমরান: নতুন গতি,মেদিনীপুর:-মেদিনীপুর শহরের ‘প্রদ্যোৎ স্মৃতি সদন’ প্রেক্ষাগৃহে শনিবার শহরের আবৃত্তি ও নাটকের অদ্বিতীয় সংস্থা “স্বর-আবৃত্তি”র বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করল শহরবাসী।এদিন শিশু শিল্পী ও প্রতিষ্ঠিত শিল্পীদের নিয়ে বাচিক শিল্প প্রদর্শনের মাধ্যমে “উৎসারিত আলো ২০২০” স্বাতন্ত্র্যে উজ্জ্বল হয়ে রইল।

অভিনবত্বের আলোক এই অনুষ্ঠান ছিল অদ্বিতীয়।সুকৃৎ সুঁই, সমৃদ্ধি মাতব্বর, অভিপ্সা চৌধুরীদের মত শিশুশিল্পীদের আবৃত্তি ছিল নজরকাড়া। শতাব্দী গোস্বামী, তপস্বিনী ভট্টাচার্য, স্বস্তি মুখার্জি, নন্দিতা সরকার, ঈশিতা চ্যাটার্জি প্রমুখ নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশনা দর্শকদের মন মাতিয়ে দেয়। আশিস সরকার, আলোক বরণ মাইতি, রথিন দাস, শুভঙ্কর দাস, তনুমন দাস, রাইসা চন্দ্র প্রমুখদের সংগীত শিল্পীদের সংগীত পরিবেশনা এবং কবি রঘুনাথ ভট্টাচার্য, নির্মাল্য মুখোপাধ্যায়,দুলাল আঢ্যদের শ্রুতি ও ভাষ্য ছিল নজরকাড়া। বাচিক শিল্পী সুমন্ত্র সেনগুপ্ত, শিল্পী রঞ্জনা সেনগুপ্ত, সংগীত শিল্পী জয়ন্ত সাহা, মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ মায়াধীশানন্দ, ব্রহ্মচারী পার্থ সারথি, বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ওঝা, বিদ্যুৎ পাল প্রমুখ বিশিষ্টরা এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এদিন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ থেকে ‘কবিতার মেলা’ নামে একটি সিডি প্রকাশিত হয়। ‘পিঠের ওপর বই এর বোঝা’, ‘রাজা আসে যায়’ , ‘ভারতবর্ষ : এই সময়’ , ‘নারী এক অনন্য শক্তি’ প্রভৃতি আলেখ্যগুলি শ্রোতাদের মন জয় করে নেয়। এছাড়াও এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে সৌম্যদীপ চক্রবর্তী ও শুভদীপ বসু সম্পাদিত “দোসর” সাহিত্য পত্রিকার ৫ম বর্ষের বিশেষ সংখ্যা প্রকাশিত হল। সংস্থার কর্ণধার শুভদীপ বসু সমগ্র অনুষ্ঠান নিজের সুললিত কণ্ঠে ও সুমধুর বাচনভঙ্গিতে পরিচালনা করেন। সমগ্র অনুষ্ঠানটি নেটিজেনদের মন মাতিয়ে দেয়।