|
---|
সেখ সামসুদ্দিন : ২জুলাই, বাগিলা অঞ্চলের শশীনাড়া গ্রামে আগামী একুশে জুলাই শহীদ সমাবেশের ডাক দিয়ে ও কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গ্যাস, পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাগিলা অঞ্চলের কার্যকরী সভাপতি অর্ক ব্যানার্জির নেতৃত্বে ও বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উপস্থিতিতে একটি মিছিল সংঘটিত করা হয় বাগিলা অঞ্চলের শশীনাড়া গ্রামে।প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষের মিছিলে যোগদান ছিল চোখে পড়ার মতো। বৃষ্টির কারণে মিছিলে রুট সংক্ষিপ্ত করা হয় এবং মিছিল শেষে বক্তব্য রাখেন অর্ক ব্যানার্জী ও বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। এছাড়া উপস্থিত ছিলেন মেমারি ১ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী গীতা দাস, দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ সিদ্ধান্ত, গন্তার অঞ্চলের রামচন্দ্র মন্ডল, সহ শেখ গিয়াস উদ্দিন, সদস্যা ছবি ব্যানার্জী, অভিজিৎ চ্যাটার্জী, সুদেব বৈরাগ্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।