|
---|
নতুন গতি,মালদা,৭ জানুয়ারি : টোটো এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত ২ আহত ৩
দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে মালদা জেলার রতুয়া থানার সামসি এলাকায় রাজ্য সড়কে। জানা গিয়েছে এদিন ভোরেসামসি স্টেশন থেকে যাত্রী নিয়ে টোটো টির উত্তর দিকে যাচ্ছিল।এমন সময় উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত তিনজন চিকিৎসাধীন সেখানে।
পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত একজনের নাম, ইরফান আলি (৬৫)। বাড়ি রতুয়া থানার রুহিমারি এলাকায়। আরেকজনের নাম জানা যায়নি।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।