|
---|
নূর আহমেদ মেমারি, ১৬ এপ্রিল,মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল মেমারিতে। দেওয়াল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দুপুর ১ টা নাগাদ মেমারি থানার অন্তর্গত বাগিলা অঞ্চলের নুদীপুর গ্রামে মালতি সরেন (৭০) নিজের ঘরের মাটির দেওয়াল মেরামত করার সময় হঠাৎ দেওয়ালটি তার ওপর ভেঙ্গে পড়ে । সেই সময় তাকে তার মেয়ে এবং দুই নাতনী সাহায্য করছিল । তারাও দেওয়ালের নিচে চাপা পড়ে । প্রতিবেশীরা ছুটে এসে তাদের মাটির দেওয়াল সরিয়ে উদ্ধার করে। বাকি তিনজন অল্পবিস্তর আহত হলেও মালতি সরেনের মৃত্যু হয়। স্থানীয়রা তড়িঘড়ি মেমারি থানায় খবর দেওয়া হলে মেমারি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মেমারি হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া নেমে এসেছে।