|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি:-
অল বেঙ্গল ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির কর্মকর্তা এবং জেলা নেতৃত্বের মিলিত প্রয়াসে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেই কর্মসূচি আগে বেশ কয়েকটি জেলাতে পালন করা হয়েছিলো, সেই মতই আজকে পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় দিলীপ কুমার টিকাইতের নেতৃত্বে ও জেলা কমিটির তত্ত্বাবধানে আজ পুরুলিয়া জেলার মাননীয় বিধায়ক নেপাল মাহাতো (বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র) মহাশয় এর নিকট যুবশ্রী কর্মপ্রার্থীদের বেকারত্বের জ্বালা থেকে মুক্তির প্রার্থনা স্মারকলিপি আকারে প্রদান করেছেন।
জেলা কমিটি পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি – মাননীয় দিলীপ কুমার টিকাইত, সহ-সভাপতি – দীপক কালিন্দী, জেলা সাধারণ সম্পাদক -মাননীয় শান্তনু রক্ষিত, সহকারি সাধারণ সম্পাদক- লোকমান শেখ, মুখপাত্র – প্রণবেশ মাহাতো, কোষাধক্ষ্য- শশাঙ্ক কুমার, সহ কোষাধক্ষ্য- বরুণ কুমার চট্টরাজ, প্রধান সদস্য বীরবল মাহাতো ও দীপক সাউ, ঝালদা ব্লক সভাপতি মীর জিয়াউল রহমান।
সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে ইনারা এই মহামারী পরিস্থিতিতে COVID-19 ভয়ানক ভাইরাসকে চ্যালেঞ্জ জানিয়ে নিজেদের দাবি আদায়ের জন্য বাড়ি থেকে অনেক দূরে জনজীবন অস্বাভাবিক থাকা সত্ত্বেও কোনো বাধাই পরোয়া না করে উক্ত বিধায়ক এর কাছে নিজেদের দুঃখ দুর্দশার কথা জানিয়ে এসেছেন এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের বিষয়টি নিয়ে অবশ্যই বিবেচনা করবেন এবং কিভাবে বেকার জীবন থেকে আমাদেরকে মুক্তিলাভ দেয়া যায় সে বিষয়ে উনি উচ্চ পর্যায়ে বিষয়টি তুলে ধরবেন।
সংগঠনের পক্ষ থেকে মাননীয় বিধায়ক নেপাল মাহাতো মহাশয় কে অসংখ্য ধন্যবাদ যে উনি বেকার যুবশ্রী কর্মপ্রার্থীদের দুঃখ দুর্দশার কথা খুবই মনোযোগ সহকারে শুনেছেন এবং উক্ত বিষয়ে বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
রাজ্য কমিটির পক্ষ থেকে প্রত্যেকটি জেলার যুবশ্রী কর্মপ্রার্থীদের নির্দেশ দেয়া হচ্ছে আপনারাও প্রতিটি জেলা থেকে একইভাবে স্মারকলিপি প্রদান করতে থাকুন।
পুরুলিয়া জেলা সভাপতি দিলীপ কুমার টিকাইত বাবু ও অন্যান্য জেলা কমিটির সদস্যরা জানিয়েছেন আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী 2013 সালের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা বর্তমানে সারা রাজ্য তথা আমাদের জেলার পক্ষ থেকে বর্তমানে মাননীয়/ মাননীয়া বিধায়ক, সাংসদ ও রাজ্যের মন্ত্রী মহোদয়কে সংগঠনের পক্ষ থেকে আমাদের কঠিন পরিস্থিতির কথা উনাদের নিকট ব্যক্ত করার জন্য স্মারকলিপি প্রদান করছি।