|
---|
আজিম সেখ,নতুন গতি,বীরভূম:-
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। DYFI এর উদ্যোগে
কাষ্ঠগড়া ইউনিট কমিটির পক্ষ থেকে বিগত মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র- ছাত্রীদের উজ্জ্বল কৃতিত্বে রক্তিম অভিনন্দন জানিয়ে সম্বর্ধনা সভার আয়োজন করেন।
কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও কাষ্ঠগড়া গ্রামের যে সমস্ত ছাত্র-ছাত্রী বাইরে পড়াশোনা করেছেন তাদের সকলকেই DYFI এর পক্ষ থেকে ১ থেকে ১০ এর মধ্যে মোট ২৩জন কৃত্তিম ছাত্র-ছাত্রীদের ফুল স্তবক, মেডেল, ও একটি বই দিয়ে সম্বর্ধনা জানালেন।
এবং বামফ্রন্টের গণ আন্দোলনের নেতৃত্ব পক্ষ থেকে আক্তাবুস জামান মহাশয় জানান যে সকল ছাত্র- ছাত্রীর পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা বোধ করবে তাদের পাশে আমি বা আমরা আছি সকল ছাত্র- ছাত্রীকে আমার অনুরোধ বোধকরছি বই খাতা থেকে পড়াশোনার খরচ করতে না পারলে আমাদের কে জানবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো।
এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাষ্ঠগড়া নব জুনিয়ার গার্লস হাইস্কুলে।
উপস্তিত ছিলেন
DYFI সম্পাদক আমিনুদ্দিন আলী (জুয়েল),DYFI এর সভাপতি সম্রাট শেখ আরো উপস্তিত ছিলেন বীরভূম জেলা সভাপতি অমিত সিং,সদস্যবৃন্দ রানা লেট,
নিতাই লেট ,সঞ্জীব মল্লিক। এবং
লোকাল কমিটির সদস্য হিরু সেখ, অমিত কুমার মণ্ডল, আব্দুল আলীম, রিন্টু শেখ,সুবোধ সাহা, সৈয়দ আলমাইন সাদিক (রিপন) প্রমুখ।