|
---|
মালদা: ২৮ মে - এখনও বিভিন্ন এলাকার কিশোরী থেকে মহিলারা স্যানিটারি ন্যাপিকনের পরিবর্তে কাপড় কিংবা কাপড়ের মধ্যে খড়কুটো ব্যবহার করে থাকে। মঙ্গলবার আন্তার্জাতিক menstrual hygiene দিবস বা মাসিক স্বাস্থ্য বিধি দিবস পালিত হল মালদায়। মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে সহযোগিতা ও আইনী সহায়তা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দিনটির তাৎপর্য তুলে ধরেন বিভিন্ন আধিকারিকরা ও স্যানিটারি ন্যাপকিন নিয়ে সচেতনায় নামল মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে অবস্থিত জেলা আইনী সহায়তা কেন্দ্র। এই কেন্দ্রটি হাসপাতালে আগত রোগীদের ও পরিবারদের আইনী সহায়তা প্রদান করছেন আউটডোর বিভাগে নিজস্ব কেন্দ্রে। এলাকার কিশোরী, মা-দের মধ্যে এখনও স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের বোধ সম্পূর্ণ এখনও আসে নি। এখনও অনেকে ঋতুচক্র চলাকালীন কাপড়ের মধ্যে খড়কুটো ব্যবহার করে থাকে, সংক্রমনের কোনও পরোয়া না করে। বিভিন্ন সময়ে আক্রান্তও হচ্ছে কিশোরীরা। গ্রামের পাশাপাশি শহরের একাংশে ও স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার নিয়ে অন্ধকারে, এই বিষয়ের ওপর সচেতন হওয়ার আহ্বান জানান। এদিন মেডিক্যাল আউটডোরে সেন্টারে হয়ে গেল উদযাপন।বহু মা-দের সঙ্গে হাজির ছিলেন কিশোরীরাও। সচেতন করতে হাজির ছিলেন মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ডেপুটি সুপার জ্যোতিষ চন্দ্র দাস, এসিস্ট্যান্ট সুপার তন্ময় নায়েক ,আইনী সহায়তা কেন্দ্রের অনিল কুমার কুশওয়া, ওপিডির সিস্টার ইনচার্জ কল্যানী পাল প্রমুখ । আয়োজক সংস্থার সদস্যরা বলেন, ‘ এখন ও কিশোরীদের মধ্যে সচেতনতা গড়ে ওঠে নি। তাদের মা-রাও এখনও সেই মান্ধাতা আমলে পড়ে রয়েছে। এখনও কাপড়ের মধ্যে খড়কুটো ব্যবহার করে থাকে। সচেতনার ওপর গুরুত্ব দিলাম। এদিন ১০ জন কিশোরীদের স্যানিটারি ন্যাপকিন দিয়ে তার ব্যবহার নিয়ে আলোচনা করা হয় । এ ব্যাপারে আমাদের মালদা মেডিক্যাল কলেজ পাশে দাঁড়িয়েছে। আগামীতে এরকম প্রচেষ্টা জারি থাকবে আমাদের।’ স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার নিয়ে এদিন ডঃ জ্যোতিষ চন্দ্র দাস বলেন, ‘স্যানিটারি ন্যাপকিন জীবানুমুক্ত। অন্য কিছু ব্যবহারে যেমন ঝুঁকি থাকে অনেকটাই, স্যানিটারি ন্যাপকিনে কোন সমস্যায় থাকে না। ব্যাবহারের পর সঠিক নিয়ম নেমে সেগুলি নষ্টও করতে হবে। তা না হলে সংক্রমন ছড়িয়ে যেতে পারে।’ বয়ঃসন্ধিকালীন বিভন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। ১০ থেকে ১৬ বছরের মধ্যে শারীরিক ও মানষিক দিকে বিভিন্ন পরিবর্তন ঘটে। শারীরবৃত্তীয় নানা পরিবর্তন ঘটে। শিশুমনকে এই সময় স্বাভাবিক রাখতে হবে।’ আইনী সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্য বিধি দিবসে এদিন মহিলাদের বিশেষত কিশোরীদের মাসিক স্বাস্থ্য বিধি নিয়ে আলোচনা শিবির নজর কাড়ল। আগামীতে ও এই ধরনের শিবির চলবে উদ্যোগতারা জানান।