|
---|
আসিফ আলম ও আব্দুস সামাদ,জঙ্গিপুর: রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভার লক্ষীজলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মোহাম্মদপুর উপস্বাস্থ্য কেন্দ্র, এই উপ-স্বাস্থ্যকেন্দ্র একটা সময় প্রয়াত বিধায়ক হবিবুর রহমানের উদ্যোগে গড়ে উঠেছিল।
এই উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠার পর থেকে বেশ কিছু সময় সুন্দর পরিষেবা মোহাম্মদপুর গ্রামের মানুষ পেলেও বর্তমানে সেই উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা, প্রায় ভগ্নদশা।
উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবে কোথাও নেই সঠিক ও সুন্দর পরিষেবা! ঘর থেকে দরজা বিল্ডিং থেকে প্রাচীর সর্বত্রই একই অবস্থা। উপস্বাস্থ্য কেন্দ্র হলেও পরিবেশ টি যেনো অস্বাস্থ্যকর। ডাক্তার থেকে নার্স প্রতিটি বিভাগে গাফিলতি চরমে এমনই দৃশ্য চোখে পড়ল আজ। উপস্বাস্থ্য কেন্দ্র নাম হলেও অস্বাস্থ্যকর পরিবেশ এই স্বাস্থ্য কেন্দ্রের। কিন্তু তা আর কতদিন! তাই হঠাৎই মোহাম্মদপুর গ্রামের সাধারণ মানুষের কথা ভেবে উপস্বাস্থ্য কেন্দ্র কে নবরূপে সুসজ্জিত করে গড়ে তোলার লক্ষে পরিদর্শনে এলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী আখরুজ্জামান।
এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন সাগরদিঘী থার্মাল পাওয়ার প্রজেক্ট একাধিক অধিকারী গণ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক ২ সভাপতি সমিরুদ্দীন বিশ্বাস, রঘুনাথ গঞ্জ ২ বিডিও পার্থসারথি ঘটক ও তেঘড়ি বি পি এস সি এর বি এম ও এইচ সহ রঘুনাথগঞ্জ 2 পঞ্চায়েত সমিতি সভাপতি’র প্রতিনিধি তহিদুল ইসলাম ও লক্ষিজলা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি মুজিবুর রহমান সহ অন্যান্য একগুচ্ছ নেতৃত্ববৃন্দ। মন্ত্রীর সাহেবের এই আগমন খুশির বার্তা নিয়ে এসেছে মোহাম্মদপুর গ্রামবাসীর মাঝে।আবারো মনে ও বুকে একরাশ খুশির জোয়ার নেমে এলো এলাকা বাসীর চোখে মুখে ।