|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর ২নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতে যুব নেতাজি বিবেকানন্দ ময়দানে দুপুর নাগাদ এই খেলার উদ্বোধন করেন পূর্ত পরিবহনের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল। এই খেলা ১৬টিমের নকআউট পর্যায়ের খেলা। চলবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, প্রথম পুরস্কার ১লক্ষ ৫০ হাজার টাকা দ্বীতিয় পুরস্কার ১লক্ষ টাকা এছাড়া থাকছে বহু অন্যান্য পুরষ্কার। এছাড়াও আঞ্চলিক যুব কাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্টার অলক জলদাতা, সুন্দরবন জেলার যুব সভাপতি বাপি হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
এই খেলা পতাকা উত্তোলনের মাধ্যমে এবং প্রতিমন্ত্রী দিলিপ মন্ডল গোলপোস্টে বল মেরে যুব কাপ খেলার সূচনা করেন।পাশাপাশি স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে মাঠের মধ্যে নিত্য নাচ এবং সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।