|
---|
লুতুব আলি, ১৫ নভেম্বর : সামনে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন চলো গ্রামে যাই। কর্মসূচি রুপায়ন করতে। পূর্ব বর্ধমানের জামালপুরে শুরু হল এই কর্মসূচি। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন ও তা দ্রুত নিরসনের ব্যবস্থা নিচ্ছেন। পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি হলেও তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন চলো গ্রামে যাই কর্মসূচিকে ত্বরান্বিত করতে তৎপর হয়েছেন। ১৫ নভেম্বর জামালপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসপাতাল পাড়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মিঠু মাঝি, জামালপুর ২ নং অঞ্চলের নেত্রী মিঠু পাল, রাজশ্রী দাস, মিঠু প্রামানিক, ঝর্না মালিক প্রমুখ। মেহেমুদ খান বলেন, গ্রামের অধিকাংশ মানুষের সরকারি প্রকল্পের অধিকাংশ সুযোগ সুবিধা পেয়ে গেছেন। অল্পবিস্তর যেগুলি বাকি আছে তা দ্রুত নিরসনের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।