আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষক দিবস পালন

সেখ সামসুদ্দিন : ৫ সেপ্টেম্বরঃ পূর্ব বর্ধমান জেলার মেমারী স্বপ্নসন্ধানী শিক্ষা সংস্কৃতি কেন্দ্রের প্রতি বছরের মতো এ বছরেও শিক্ষক দিবস উপলক্ষে আন্তরিকতার সাথে অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় মাল্যদানের মাধ্যমে। প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এস রাধাকৃষ্ণানের ছবিতে এবং প্রয়াত সংস্থার সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক চিত্তরঞ্জন কুন্ডুর ছবিতে মাল্যদান করা হয় । মাল্যদান করেন শিক্ষক রামকৃষ্ণ কুন্ডু, ও পুষ্পার্ঘ‍্য দেন সাংবাদিক সেখ সামসুদ্দিন, শিক্ষিকা টিনা চন্দ্র ও অভিয়া দাস, ছাত্র-ছাত্রী দের মধ্যে ঋত্বিকা কুন্ডু, কোয়েনা দে, অভিভাবক অভিভাবিকা সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন। এদিন নৃত‍্যে সাফল্যের জন্য মেডেল দেয়া হয় ঋত্বিকা কুন্ড, দিপ্তা চৌধুরী ও অনুষ্কা বড়েলকে। এছাড়াও কৃতী ছাত্র-ছাত্রীদের শংসাপত্র প্রদান করা হয়। রিমঝিম ঘোষ, অনুষ্কা বড়েল, দীত্যা চৌধুরী, স্মরণিকা বিশ্বাস, সুপ্রীতি মালিক, সুপ্রিয়া মালিক, অন্তরা সাঁতরা সন্ধ্যিতা রায়, নীলাম্বর রায় সহ সংস্থার ছাত্রছাত্রীরা, এদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে এবং আবৃত্তি পরিবেশন করেন স্নেহা গুঁই।মেমারী স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রামকৃষ্ণ কুণ্ডু। তিনি এই দিনটির তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত প্রাণবন্ত আলোচনা করেন। এই সংস্থা বিভিন্ন মনীষীদের জীবন চর্চা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সুস্থ সংস্কৃতির স্বার্থে বিভিন্ন কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। এখানে বহুবিধ ভোকেশনাল শিক্ষা প্রদান ও সাংস্কৃতিক শিক্ষাদান চলেছে সমান তালে। সুস্থ সমাজ ও সুস্থ সংস্কৃতি গঠনে শিক্ষক সমাজের আরো অগ্রণী হওয়ার জন্য দাবি রাখে শিক্ষক রামকৃষ্ণ কুণ্ডু। অতিথি সেখ সামসুদ্দিন বক্তব্যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পিতামাতার সঙ্গে শিক্ষক শিক্ষিকাদেরও সম্মান জানিয়ে প্রকৃত মানুষ হওয়ার আহ্বান জানান।