পূর্ব বর্ধমান জেলায় জেল ভরো আন্দোলনে বহুজন ক্রান্তি মোর্চা

সেখ সামসুদ্দিন : হাথরসে হত্যাকাণ্ডে মনীষা বাল্মীকির খুনীদের শাস্তির দাবিতে এবং সারা দেশ জুড়ে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচারের বিরুদ্ধে ৩০ অক্টোবর তারিখে ভারতের ৫৫০ জেলার সদর থানায় জেল ভরো আন্দোলন করলো বহুজন ক্রান্তি মোর্চা। ব্রাহ্মণ ও তৎসম উচ্চবর্ণের মানুষরা নিম্নবর্ণের মানুষদের উপরে অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি সম্প্রদায়ের মানুষের উপরে প্রতিনিয়ত অত্যাচার করে চলেছে। কিন্তু শাসন প্রশাসন বিচারব্যবস্থা সব দখল করে রেখেছে এই উচ্চবর্ণের লোকেরা। সেই কারণে অত্যাচারিত শোষিত মূলনিবাসীরা ন্যায়বিচার পাচ্ছে না। তাই এই মূলনিবাসী মানুষরা অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি সমাজের মানুষরা একজোট হয়ে বহুজন ক্রান্তি মোর্চার নেতৃত্বে মূলনিবাসীদের উপরে ক্রমাগত বেড়ে চলা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে দেশব্যাপী আন্দোলনে নেমেছে ।

    ৩০ অক্টোবর ভারতের ৩১ রাজ্যের ৫৫০ জেলায় এই আন্দোলন করা হয়েছে । পশ্চিমবঙ্গের বাঁকুড়া, মালদা, বর্ধমান , হাওড়া সহ বিভিন্ন জেলায় বহুজন ক্রান্তি মোর্চার নেতৃত্বে জেল ভরো আন্দোলন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় জেল ভরো আন্দোলনে উপস্থিত ছিলেন বহুজন ক্রান্তি মোর্চা পূর্ব বর্ধমান জেলা সংযোজক লক্ষী নারায়ণ কোঁড়া, ভারত মুক্তি মোর্চার কর্মকর্তা বাসুদেব রুইদাস, রাষ্ট্রীয় কিষান মোর্চা পূর্ব বর্ধমান জেলা সংযোজক তরুণ ঢালী এবং আরও অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যক্তিবর্গ ।