|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ রবিবার কাটোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল কাটোয়ার সংহতি মঞ্চে। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,দাঁহাট পৌরসভা পৌর প্রশাসক শিশির মন্ডল,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের উপ দলনেতা মণ্ডল আজিজুল,কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল,কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী কণিকা বাইন সরকার, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কাটোয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা উপস্থিত হয়েছিল। বিজয়া সম্মেলনী অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে জগদানন্দপুর অঞ্চলের আখড়াগ্ৰামের প্রায় ১০০টি পরিবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিল।