|
---|
নিজস্ব প্রতিবেদক:-সোমবার আমার আসল পরিক্ষা,আমার কাজের ফলাফল আসবে সোমবারই।জানালেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।তিনি আজ জানালেন ঠিক তিনমাস আগে আমি এসেছিলাম,আজকে তার সমাপ্তি।আমি বিশ্বাস করি আমার পরিশ্রমের মুল্য আমি পাব পাপিয়া ঘোষ।আমি মোট 47টি ওয়ার্ডে প্রার্থীদের হয়ে প্রচার করেছি,কাজেই আমি বিশ্বাস করি এবারে তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে ক্ষমতায় আসবে।এবং তৃনমুল কংগ্রেসের হাত ধরেই শিলিগুড়ির উন্নয়ন হবে।পাপিয়া ঘোষ আরো জানালেন নানারকম ভাবে চেষ্টা করলাম এখন ফলাফল মানুষের হাতে।আলিপুরদুয়ারের মেয়ে পাপিয়া ঘোষ শিলিগুড়িতে মাটি কামড়ে পড়ে থেকে শিলিগুড়ির মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের জন্য প্রচার করে গেলেন,এই কথা এখন সবার মুখে মুখে।পাপিয়া ঘোষ এর উত্তরে জানালেন আমি আমার মতন করে চেষ্টা করে গেছি।মুখ্যমন্ত্রী যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি তা পালন করলাম মাত্র।এখন তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে জয়লাভ করলেই আমার আশা পূর্ন হবে জানালেন দার্জিলিং জেলার বর্তমান জেলা সভাপতি।সোমবার আমার আসল পরিক্ষা,আমার কাজের ফলাফল আসবে সোমবারই।জানালেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।তিনি আজ জানালেন ঠিক তিনমাস আগে আমি এসেছিলাম,আজকে তার সমাপ্তি।আমি বিশ্বাস করি আমার পরিশ্রমের মুল্য আমি পাব পাপিয়া ঘোষ।আমি মোট 47টি ওয়ার্ডে প্রার্থীদের হয়ে প্রচার করেছি,কাজেই আমি বিশ্বাস করি এবারে তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে ক্ষমতায় আসবে।এবং তৃনমুল কংগ্রেসের হাত ধরেই শিলিগুড়ির উন্নয়ন হবে।পাপিয়া ঘোষ আরো জানালেন নানারকম ভাবে চেষ্টা করলাম এখন ফলাফল মানুষের হাতে।আলিপুরদুয়ারের মেয়ে পাপিয়া ঘোষ শিলিগুড়িতে মাটি কামড়ে পড়ে থেকে শিলিগুড়ির মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের জন্য প্রচার করে গেলেন,এই কথা এখন সবার মুখে মুখে।পাপিয়া ঘোষ এর উত্তরে জানালেন আমি আমার মতন করে চেষ্টা করে গেছি।মুখ্যমন্ত্রী যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি তা পালন করলাম মাত্র।এখন তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে জয়লাভ করলেই আমার আশা পূর্ন হবে জানালেন দার্জিলিং জেলার বর্তমান জেলা সভাপতি।