পুরনো গাড়ি ক্রয়-বিক্রয়ের সময় দালালের চক্করে পড়ে টাকা, গাড়ি দুই হাতছাড়া হওয়ার ঘটনা ঘটেছে নদিয়ায়

নিজস্ব সংবাদদাতা : গাড়ি চড়তে সকলেই ভালোবাসেন। মধ্যবিত্ত শ্রেণির মানুষ অফিস কাছারিতে নিয়মিত পাবলিক ট্রান্সপোর্টে গেলেও ছুটির দিনে কিংবা বেড়াতে গেলে নিজের গাড়ি ব্যবহার করেন অনেকেই৷ তবে নতুন চারচাকা গাড়ির মূল্য অনেক বেশি হওয়ায় মধ্যবিত্ত শ্রেণির একাংশ পুরনো গাড়ি কিনে ব্যবহার করেন৷ আবার অনেকে পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনেন৷ আর পুরনো গাড়ি ক্রয়-বিক্রয়ের সময় অনেকেই পড়েন বিপদে। দালালের চক্করে পড়ে টাকা, গাড়ি দুই হাতছাড়া হওয়ার ঘটনা ঘটেছে নদিয়ায়৷এমনই একটি ঘটনার অভিযোগ উঠেছে নদিয়ার কল্যাণীতে। প্রতারণার অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে উদ্ধার করল ১১ টি চারচাকা গাড়ি। কয়েকদিন আগেই পকসো মামলায় গ্রেফতার করা হয় ভরত মাহাতো নামে এক যুবককে। এর,পরই কালীচরণ ঘোষ নামে এক ব্যক্তি ধৃত ভরতের নামে প্রতারণার অভিযোগ তোলেন।পুলিশ সূত্রে জানা যায়, কালীচরণ ঘোষ নামের ওই ব্যক্তি পুলিশের দ্বারস্থ হয়ে জানায়, অভিযুক্ত ভরত মাহাতো তার থেকে গাড়ি নিয়েছিল বিক্রি করার জন্য। কিন্তু অনেকদিন হয়ে গেলেও টাকা দিচ্ছিল না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে কল্যাণী থানার পুলিশ৷ধৃত ভরত মাহাতোকে জেরা করে রাহুল রায় নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এরপর রাহুলকে জেরা করে তার কাছ থেকে প্রায় ১০ থেকে ১১ টি গাড়ি উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ। পুলিশের অনুমান, এই চক্রে আরও অনেকে রয়েছে, তাদের খোঁজ চলছে৷ যে সব গাড়ি উদ্ধার হয়েছে, তা গাড়ির মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।