রাজনৈতিক ষড়যন্ত্রের জেরে হাওড়ায় পুরভোট আটকে রাখা হয়েছে রাজভবনের  সামনে অবস্থান-ধর্নায় বসার হুমকি দিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : রাজনৈতিক ষড়যন্ত্রের জেরে হাওড়ায় পুরভোট আটকে রাখা হয়েছে। বিজেপি  নেতাদের মতো কাজ করছেন রাজ্যপাল । এমনই অভিযোগে এবার হাওড়ার বাসিন্দাদের নিয়ে রাজভবনের  সামনে অবস্থান-ধর্নায় বসার হুমকি দিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় । সাংসদকে পাল্টা নিশানা করেছে বিজেপি। ‘ষড়যন্ত্র করে হাওড়ার পুরভোটআটকে রাখা হয়েছে’। প্রতিবাদে বাসিন্দাদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসব। এক লক্ষ সই সংগ্রহ করে রাষ্ট্রপতির দ্বারস্থ হব। ফিরহাদ হাকিমের পর এবার প্রসূন বন্দ্যোপাধ্যায়। হাওড়া পুরসভায় ভোট বকেয়া নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সুর আরও চড়াল তৃণমূল। হাওড়া কর্পোরেশন থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে নতুন পুরসভা গঠন করা হয়েছে। রাজ্য বিধানসভায় পাস হয়েছে হাওড়া পুরসভা সংশোধনী বিল। সেই সংশোধনী বিল নিয়ে এখনও জটিলতা না কাটায়, দীর্ঘদিন আগে মেয়াদ পেরোলেও, হাওড়া পুরসভায় এখনও ভোট হয়নি।

    এই পরিস্থিতিতে, রাজভবনের সামনে বিক্ষোভ অবস্থানের হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ। হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথায়, চক্রান্ত করা হয়েছে, রাজ্যপাল পুরভোট হতে দিচ্ছেন না। একলক্ষ লোকের সই নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হব। রাজভবনে গেটে অবস্থান বিক্ষোভে বসব। হাওড়ায় বিধানসভা ও লোকসভার সবকটি আসনেই তৃণমূল জয়ী হয়েছে। তারই প্রতিশোধ নিতে রাজ্যপাল হাওড়ায় পুরভোট হতে দিচ্ছেন না।

    ২০১৮ সালের ডিসেম্বরে মেয়াদ ফুরিয়েছে তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভার। কিন্তু, তারপর ভোট করানো হয়নি। একের পর এক প্রশাসক বসিয়ে চালানো হচ্ছে পুরসভা। এই পরিস্থিতিতে বিজেপির পাল্টা অভিযোগ, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, দিনের পর দিন প্রশাসক দিয়ে পুরসভা চালাচ্ছে তৃণমূলই! তারাই এতদিন ভোট হতে দিচ্ছিল না!

    হাওড়া সদরের বিজেপি যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিংহর কথায়, রাজ্যপাল সাংবিধানিক প্রধান। যা জানতে চেয়েছেন রাজ্য সরকার জানাচ্ছে না কেন? ভাওতা দিচ্ছে। পুরসভাতে নিজেদের লোককে প্রশাসক হিসেবে বসিয়ে দিচ্ছেন। এই রাজনৈতিক বিতর্কের মধ্যে আসল প্রশ্ন হল, হাওড়ায় পুরভোট হবে কবে?