মসজিদে ইফতারী না করে টাকা সংগ্রহ করে দুঃস্থ অসহায়দের কে পৌঁছে দিলেন ত্রাণ

আজিম সেখ, নতুন গতি, বীরভূম:-করোনা মোকাবিলায় দেশজুড়ে সেই মার্চ থেকে চলছে লকডাউন। কাজ হারিয়ে দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে দিন আনি দিন খাই মানুষগুলিকে। তাঁদের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বহু মানুষ।

    ঠিক সেইভাবে আবারো দুঃস্থদের পাশে দাঁড়ালেন কাষ্ঠগড়া পাঠান পাড়া মসজিদ কমিটি। এদিন তারা বেশ কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত নেন। প্রতিবছরের মতো এ বছর আমরা মসজিদে ইফতারি করব না। কিন্তু ইফতারি করতে যে খরচ বহন করতে হয়, আরো কিছু টাকা সংগ্রহ করে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো যাবে। এই সৎ চিন্তা ভাবনায় পাড়ার মানুষ সাড়া দিয়েছেন। তাই পাঠান পাড়ার মসজিদ সেক্রেটারি সন্নান খান, ও শিক্ষক মইনুদ্দিন খান জানান এবছর বিশ্বে মহামারি লকডাউন চলছে।শুধু আমাদের নয় সমস্ত জায়গাতেই বন্ধ আছে পাঁচ ওয়াক্ত নামাজের জামায়াত।বন্ধ আছে তারাবির নামাজের জামায়াত। তাই আমরা ফোনের মাধ্যমে পাড়ার লোকেদের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত নিয়েছি।

    এবং সরকারী আইন বিধি মেনেই আমরা চলছি তাই সামান্য কিছু ২৫০ থেকে ৩০০টি পরিবার কে একটি করে কুপন তৈরি করে দিয়েছি এবং একটি মুদিখানা দোকানের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। এই কুপন গিয়ে তারা জমা দেবে এবং প্রত্যেকেই রেশন পেয়ে যাবে ।এই রেশনে থাকবে চাল,ডাল, লবণ, সরষের তেল, সয়াবিন বড়ি, বিস্কিট প্যাকেট,ও একটি করে সাবান,আমরা প্রতিটি বাড়িতে এই কুপন পৌঁছে দিয়েছি। 

    কাষ্ঠগড়া গ্রামের পাঠান পাড়ার মসজিদ কমিটি এই মহৎ কাজ সমাজের সামনে তুলে ধরতে অবশ্য কখনও প্রচারের আলো খোঁজেননি তারা। চুপচাপ মানুষের সেবা করে গিয়েছেন। জানেন, এমন সংকটের দিনে ওই অভুক্ত মানুষগুলির মুখে খাবার তুলে দিলেই দোয়া ও আশীর্বাদ পাবেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।