বীরভূমের পাঁচামিতে হুল দিবসে মুকুল রায়

নিশির কুমার হাজরা। মহ:বাজার: হুল দিবসের অনুষ্ঠানে ১ লা জুলাই বীরভূমের পাঁচামিতে’ “বিজেপি পরিবার” সেই দিন পাঁচামি এলাকার গাবারবাথান আদিবাসী শ্রমিক সমিতির সিধু কানহুর মুর্তি উদবোধন করেন এবং মাল্যদান করেন মুকুল রায়।

    এদিন তার সাথে ছিলেন বিজেপি নেতা দুধকুমার মন্ডল,শৈলেন মাহাতো, বিশিষ্ট সমাজসেবী ডঃ দেবাশীষ দেবাংশী,আদিবাসী গাঁওতার নেতা সুনীল সরেন- সহ অন্যান্যরা।
    কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুকুল রায় কাটমানি প্রসঙ্গ এ তিনি বলেন,”আমাদের দলের কেও টাকা চাইছে না। সাধারণ মানুষ তার টাকা ফেরত চাইছে। যারা টাকা খেয়েছে তাদের ফেরত দিতে হবে।

    প্রসঙ্গত, ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম বিদ্রোহ ঘোষণা বা আন্দোলন সংঘটিত হয় আদিবাসী আন্দোলনের মধ্য দিয়ে। আর এই আদিবাসী আন্দোলনের প্রথম হচ্ছে হুল দিবস? হুল শব্দের অর্থ বিদ্রোহ। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে প্রাচীনকাল হতেই আদিবাসী সমাজের ওপর ব্রিটিশ শাসনের যে নির্যাতন ভারতবর্ষের বুকে চলেছে। তার ঐতিহাসিক চরিত্র সিধু ও কানু সিধু কানু কে ব্রিটিশ সরকার তাদের পুলিশ দিয়ে গ্রেপ্তার করে নানা অত্যাচার চালায়। আদিবাসীদের প্রাণপুরুষ সেই সিধু ও কানু কে যাতে ব্রিটিশ সরকার এবং পুলিশ প্রশাসন ছেড়ে দেয়। তার ওপর অত্যাচার যেন না করে। তার জন্য সমগ্র আদিবাসী সমাজ বিদ্রোহ ঘোষণা করে। আর সেই বিদ্রোহ ঘোষণা হচ্ছে হুল দিবস। বর্তমান তৃণমূল সরকারের শাসনে আদিবাসীদের এই প্রাচীন অধ্যায় যেন হারিয়ে যেতে বসেছে। প্রত্যেক বছর বীরভূম জেলায় জেলা সদরশহর সিউড়িতে সরকারি ভাবে হুল দিবস পালন হত। এবছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকা সত্ত্বেও আদিবাসীদের কি উন্নয়ন করেছেন। তাদের কি উপকার করেছেন। সেটা বিষয়বস্তু পরে। বর্তমানে তাদের যে ঐতিহ্য তাদের প্রাণপুরুষ সিধু ও কানু ও উপড়ে বেশ করে যে দীর্ঘদিনের আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন বলে পরিচিত। সেই আন্দোলনের রূপরেখা হুল দিবস পালিত হলো না সিউড়িতে এর থেকে দুঃখের কিছু নেই। বড় লজ্জার ও। এই কথা বললেন বীরভূমের ধরমপুর নিবাসী বীরজু মুর্মু।

    সেই হুল দিবস এর ওপরে বর্তমান ভারতের নির্ণয়াক শক্তি সর্বভারতীয় বিজেপি থেকে মাননীয় মুকুল রায় গতকাল বীরভূম জেলার গাবারবাথান গ্রামে হুল দিবস এর স্মৃতিচারণ করেন। এবং সিধু-কানুর মূর্তিতে মাল্যদান করেন। এবং এই হুল দিবসের প্রাচীন ঐতিহ্য যতটুকু উপলব্ধি করেছেন। তিনি সর্বসাধারণের জন্য ব্যাখ্যা করেন।