“মুকুল রায় তৃণমূলে যোগ দেননি”: আইনজীবী সায়ন্তক দাস

নতুন গতি নিউজ ডেস্ক: মুকুল রায় তৃণমূলে যোগ দেননি। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত স্পিকারের শুনানিতে অংশ নিয়ে এমনই জানালেন মুকুল রায়ের আইনজীবী সায়ন্তক দাস৷ যদিও মুকুল রায়ের আইনজীবীর এই দাবির পাল্টা লিখিত প্রতিবাদ জানাতে চলেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য৷

    মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে স্পিকারের কাছে অভিযোগ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি জানান বিরোধী দলনেতা৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানি চালাচ্ছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷

    সূত্রের খবর, এ দিন শুনানিতে আইনজীবী মারফত মুকুল রায় স্পিকারকে জানিয়েছেন, তিনি তৃণমূলে যোগই দেননি৷ যদিও এই দাবি মানতে চাননি শুভেন্দু অধিকারীর আইনজীবী৷ তিনি জানিয়েছেন, এর বিরুদ্ধে স্পিকারের কাছে লিখিত প্রতিবাদ জানানো হবে৷

    বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মুকুল রায়৷ কিন্তু ভোটের ফল প্রকাশের পর গত ১১ জুন তৃণমূলে যোগ দেন তিনি৷ এর পরই মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি জানান বিরোধী দলনেতা৷ স্পিকার বিষয়টি নিয়ে তৎপর হচ্ছেন না বলে অভিযোগ করে আদালতেরও দ্বারস্থ হয় বিজেপি৷

    আগামী ৩ জানুয়ারি অধ্যক্ষের ঘরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে৷ ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে৷ যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তির জন্য রাজ্য বিধানসভার স্পিকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শারীরিক অসুস্থতার জন্য অবশ্য মুকুলকে সাম্প্রতিক কালে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি৷