চীনা হামলার প্রতিবাদে মুর্শিদাবাদের বহরমপুরে চিনের প্রেসিডেন্টের কুস পুতুল দাহ করে বিক্ষোভ

চীনা হামলার প্রতিবাদে মুর্শিদাবাদের বহরমপুরে চিনের প্রেসিডেন্টের কুস পুতুল দাহ করে বিক্ষোভ

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : দিনের পর দিন ভারতের পার্শ্ববর্তী দেশ গুলো নিজের লোভ প্রকাশ করতে লেগেছে, ছোট্ট একটা দেশ নেপালও ভারতের জমি দখল করতে চাই। ইতিমধ্যেই চায়না ভারত চীন সীমান্ত লাগাদের ৬২ কিমি জমি নিজের দখলে নিয়ে নিয়েছে। চীন একটা বড় সংখ্যক সেনা লাগাদে মোতায়েন করে রেখেছে। ভারতের তরফে বার বার শান্তি বজায় রাখার কথা বললেও চীন কোনো মতেই লাগাদ থেকে পিছু সোরতে রাজি না। যার কারণে দিনের পর দিন পরিস্থিতি জটিল হতে লেগেছে। তিন দিন আগে ১৫ তারিখ রাতে ভারত ও চিনের মুখোমুখি সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান মারা যান। তারই প্রতিবাদে আজকে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে বিক্ষোভ প্রদর্শন।

    আজকে বহরমপুরের ভাকুরি মোরে চিনের প্রেসিডেন্টের জিংপিং এর কুস পুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও ভারতীয় জওয়ান দের উপর শ্রদ্ধা জানালেন শ্রী অমরনাথজী যাত্রা ওয়েলফেয়ার সোসাইটি।

    আজকে বহরমপুরের ভাকুরি মোর পর্যন্ত বাংলার শহিদ তিনজন জওয়ানের ছবি লাগানো ব্যানার হাতে একটা বিক্ষোভ র‌্যালি আসে এবং ভাকুরি মোরে চিনের প্রেসিডেন্টের কুস পুতুল জ্বালানো হয়, অবশেষে লাঠি দিয়ে চিনের প্রেসিডেন্টের কুস পুতুল কে পেটানো হয়। আজকে এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন শ্রী অমরনাথজী যাত্রা ওয়েলফেয়ার সোসাইটির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মহম্মদ রফিকুল শেখ মহাশয়।

    মোহাম্মদ রফিকুল শেখ শহিদ জওয়ান দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং অনেক গুলো চীনা দ্রব্য রাস্তায় ফেলে জালান, এবং দেশবাসী সহ সরকার কে চীনা দ্রব্য বাতিল করার আর্জি জানান। এবং তিনি আরও বলেন যেই সমস্ত রাজনৈতিক দল বা মানুষ আজকে চিনের পক্ষ হয়ে কথা বলছে তাদের উপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।