|
---|
মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে
দিল্লির নারকীয় গণহত্যা প্রতিবাদে,
বিক্ষোভ মিছিল বহরমপুর
এস ইসলাম,নতুন গতি, মুর্শিদাবাদ:মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে” মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে
দিল্লির নারকীয় গণহত্যা প্রতিবাদে,
বিক্ষোভ মিছিল বহরমপুর শহরে,
বিজেপি ছিঃ ছিঃ ক্যা ক্যা এনআরসি সিএ এম্পিয়ার মানছি না মানবো না বিক্ষোভ সমাবেশ থেকে স্লোগান দিলেন ।
এই পথসভায় উপস্থিত ছিলেন ,
মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের অশোক দাস এবং শাহনাজ বেগম
ট্রেড ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান মহাশয় এবং ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কামরুজ্জামান মন্ডল মহাশয় আরো তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দ উপস্থিত হয়েছিলেন কামরুজ্জামান মন্ডল বলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী থাকতে দেশের আইনকে দি খন্ড করতে দিবেন না সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন আমাদের ওপরে দিদি রয়েছেন সাধারণ মানুষের কোনো অসুবিধা হতে দিবেন না স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে দিদি গর্জে উঠেছেন দিদি বিষয়টিকে দেখছেন এবং বিভাগীয় তদন্ত দাবি করেছেন
ভারতবর্ষের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে একমাত্র দিদি পারেন ভারতবর্ষকে রক্ষা করতে এটাই ছিল তেনাদের মূল বক্তব্য