নাজরীনের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির সাগরদিঘীতে

রহমতুল্লাহ, সাগরদিঘী : মুর্শিদাবাদের সাগরদিঘীর এক অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের কমবেশি সকল সদস্য ও সদস্যারা তাদের জন্মদিনে মানুষের জন্য কোনো না কোনো কাজ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকেন। ঠিক গত মাসেই ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের জন্মদিনে তারা সাগরদিঘী হাসপাতাল ব্লাড সেন্টারে আয়োজন করেছিলেন রক্তদান শিবিরের। এদিন শিবিরে ১৫ জন রক্তযোদ্ধা রক্তদান করেন। পাশাপাশি রক্তদান করেছিলেন ট্রাস্টের সদস্যরা । তারই মধ্যে ট্রাস্টের অন্যতম সদস্যা এবং অন্যতম রক্তযোদ্ধা নাজরীন সুলতানারও ইচ্ছে ছিল যে তিনিও তার জন্মদিনে রক্তদান করবেন এবং মানুষের প্রাণ বাঁচানোর মতো মহৎ কাজে সামিল হবেন ।তাই তার ইচ্ছে পূরণের উদ্দেশে এবং মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে ঠিক একমাসের মধ্যেই আবারো রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা। রক্তদান শিবিরে রক্তদান করলেন অন্যতম রক্তযোদ্ধা নাজরিন সুলতানা সহ আরো অনেকে। শিবিরে রক্তদানের পর নাজরিন সুলতানা বলেন আজকের দিনটি আমার জন্য অন্যতম। তিনি আরও জানান বহুবারই মুমূর্ষ রোগীরদের রক্তের প্রয়োজনে এগিয়ে এসেছেন। কিন্তু আজকের অনুভূতিটা তার কাছে এক অনন্য অনুভূতি। তিনি রক্তদানের পর সমাজের সকল স্তরের মানুষের কাছে আর্জি জানিয়েছেন যে তারাও যেন রক্তদানে এগিয়ে আসে এবং এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হন যেন রক্তের অভাবে কোন মানুষ না মারা যায়।