|
---|
সংবাদদাতা : নালিতাজোল বালিকা মাদ্রাসা ও আওয়ার অবলম্বন এর যৌথ উদ্যোগে আজ খাদ্য সামগ্রী বিতরণের ক্যাম্প ছিল খানাকুলের গোপালনগর গ্রামে। প্রায় ৫০ টি একেবারে গরীব অসহায়দের হাতে তুলে দেওয়া হল চাল, পিয়াজ, নুন লঙ্কা হলুদ, সাবান, বিস্কুট ও মাস্ক। উপস্হিত ছিলেন আওয়ার অবলম্বনের সভাপতি জনাব আঃ গফফার সাহেব, আঃ খবির সাহেব, সেখ মোস্তাফা সাহেব, আসগার সাহেব ও নালিতাজোল বালিকা মাদ্রাসার সম্পাদক মওলানা সিবগাতুল্লাহ ক্বাসমী।