|
---|
নতুন গতি প্রতিবেদক : জয়নগর মজিলপুর শিবনাথ শাস্ত্রী সদনে শুক্রবার বিকালে প্রদীপ জ্বেলে তিন দিনের এক নাট্য উৎসবের শুভ সূচনা করেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস।
এদিনের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল বাংলা থিয়েটারের উপর বিশেষ সেমিনার বক্তা ছিলেন পিয়ালী বসু চট্টোপাধ্যায়,সোমা ইন্দু দে,পায়েল সেনগুপ্ত সহ বহু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব।সঞ্চালক ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজয় মুখোপাধ্যায়।
এষণা কর্ণধার কিশলয় বসু বলেন এমনি এক সুন্দর মনোমুগ্ধকর অনুষ্ঠান করার জন্য জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয় কে অসংখ্য ধন্যবাদ জানান ।
জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন সংস্কৃতির পীঠস্থান এই জয়নগর-মজিলপুর। দীর্ঘদিন ধরে চলা লগডাউনে গৃহ বন্দী, একটু শিথিল হওয়ায় সুন্দর মনোরম পরিবেশে আনন্দ বিনোদনে একে অপরের সাথে দেখা মিলছে এই মুহূর্তের অনুষ্ঠানে । উপস্থিত ছিলেন জয়নগর আই সি অতনু সাঁতরা ও প্রত্যয়ের সদস্যরা।