|
---|
জুঁই কর: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করে উলুবেড়িয়া পৌরসভা। ২৬ মে সকালে পৌরসভা প্রাঙ্গণে কবির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পৌরপ্রধান অভয় দাস, উপ-পৌরপ্রধান ইনামুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এদিন বিকালে উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করে উলুবেড়িয়া পৌরসভা, উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায়, পৌরপ্রধান অভয় দাস এবং উপ-পৌরপ্রধান ইনামুর রহমান, উলুবেড়িয়া মহিলা থানার ওসি, সমাজসেবী গৌতম বোস সহ পৌরপিতা এবং পৌরমাতাগণ।
পুলক রায় বলেন ‘ আমাদের মননে স্বপনে আছেন কবি নজরুল। তিনি ছিলেন মানবতার কবি। তিনি ধর্মান্ধতার বিরুদ্ধে আজীবন কলম ধরেছেন । উলুবেড়িয়া পৌরসভা মানুষের উন্নয়নের সাথে সাথে সুস্থ সংস্কৃতি চর্চায় এগিয়ে যাবে বলে আশা করি ‘। এদিন প্রায় ২৫ টি সংস্থা নজরুল সঙ্গীত ও নজরুল নৃত্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বহু দর্শক উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন দেবকুমার ঘোষ ও চুমকি ঘোষ।