|
---|
লু তু ব আলি : অতুলপ্রসাদ সেন প্রতিষ্ঠিত নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষ অনুষ্ঠিত হল কবিতীর্থ চুরুলিয়ায়। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ একই সঙ্গে যৌথভাবে পালিত হল। ব্যবস্থাপনায় ছিল আসানসোলের দোলনচাঁপা ফাউন্ডেশন। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনর দুর্গাপুর শাখা শতবর্ষের অনুষ্ঠানটি পরিচালনা করে। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এর সর্বভারতীয় সহ-সভাপতি মোহিত গঙ্গোপাধ্যায় ও কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী। উল্লেখ্য,পরাধীন ভারতে অতুলপ্রসাদ সেন ও কাজী নজরুল ইসলাম দুজনেরই লেখনি দারুণভাবে রেখাপাত করেছিল। ১৯২৩ সালে অতুলপ্রসাদ সেন লখনৌ তথা বেনারসে ব্যারিস্টারি করার সময় অসংখ্য দেশাত্মবোধক গান রচনা করার পাশাপাশি তাঁরই প্রচেষ্টায় বেনারসে প্রবাসী বাঙালিদের নিয়ে তৈরি হয় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন। পরবর্তীকালে এই সংগঠনটিতে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের খ্যাতনামা ব্যক্তিরা। প্রয়াত প্রণব মুখার্জি আমৃত্যু যুক্ত ছিলেন। বর্তমানে ওতপ্রোতভাবে যুক্ত আছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রদীপ ভট্টাচার্য্য। প্রসঙ্গত,কবিতীর্থ পুরুলিয়াতে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন ও বিদ্রোহী কবিতার শতবার্ষিকীর এক বর্ণাঢ্য অনুষ্ঠান হয় উপস্থিত ছিলেন নজরুল একাডেমীর প্রাণপুরুষ কাজী নজরুল ইসলামের ভাতুষ্পুত্র কাজী রেজাউল করিম।অনুষ্ঠানে মনোজ্ঞ আলোচনা ছাড়াও সংগীত, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে দুই কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুতপা চৌধুরী, অনুশ্রী ধীবর, বাণী রায়, শংকর ঘোষ,, বিপ্লব চট্টোপাধ্যায়, সুস্মিতা ঘটক, মায়া বিশ্বাস, সমীর দাস, সুকুমার বিশ্বাস এবং দুইজন বিশিষ্ট তবলা শিল্পী শংকর ঘোষ, সুব্রত বিশ্বাস। দোলনচাঁপা ফাউন্ডেশনের কর্ণধার সোনালিকা জি ও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পক্ষে কাকলি দাস চক্রবর্তী জানান, সারা বছর ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে শতবার্ষিকী পালন করা হবে,