রাজ্য সরকারের “নির্মল বিদ্যালয়” পুরষ্কার পেল নীলনলিনী বিদ্যামন্দির

শিলিগুড়ি: রাজ্য সরকারের “নির্মল বিদ্যালয়”পুরষ্কার পেল নীলনলিনী বিদ্যামন্দির।আজ এই খবর দেন ওই বিদ্যালয়ের সভাপতি কমল কর্মকার।তিনি জানান প্রতি বছর রাজ্য সরকারের পক্ষ থেকে এই পুরষ্কার দেওয়া হয় সচ্ছতা,সবুজায়ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য।এই বছর এই বিদ্যালয়ের নাম ঘোষনা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

    আগামীকাল শিলিগুড়ির মেয়র গৌতম দেব রাজ্য সরকারের তরফ থেকে এই পুরষ্কার তুলে দেবেন বিদ্যালয়ের সভাপতির হাতে।এদিকে এই পুরষ্কারের কথা শুনে প্রচণ্ড খুশী ওই ইষ্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা।ওই ইষ্কুলের শিক্ষক কৌশিক দত্ত জানালেন এই খবর আমাদের কাছে একটি বিশাল খবর,আমরা প্রচণ্ড আনন্দিত এবং প্রচণ্ড উত্তেজিত এই খবর শুনে।এই পুরষ্কার আমাদের সবার।তাই আগামীকাল আমরা সবাই মিলে ইষ্কুলের মধ্যেই আমাদের আনন্দ প্রকাশ করব।নীলনলিনী ইষ্কুলের প্রধান শিক্ষক জানালেন এই পুরষ্কার আমাদের সবার পরিশ্রমের ফল,তাই কাল আমরা সবাই মিলে আগামীকাল ইষ্কুলের মধ্যেই উৎসব পালন করবো।