বিজেপির দলীয় কার্যালয়েই চলছে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির লটারি এই ঘটনাকে ঘিরে বিতর্ক ছড়াল চুঁচুড়ায়

নিজস্ব সংবাদদাতা : বিজেপির দলীয় কার্যালয়েই চলছে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির লটারি। এই ঘটনাকে ঘিরে বিতর্ক ছড়াল চুঁচুড়ায়। এদিন দুপুর ৩টে নাগাদ ব্যান্ডেলের কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য এই লটারি আয়োজিত হয় চুঁচুড়ায় হুগলি সাংগঠনিক জেলা কার্যালয়ে। লটারিতে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। উপস্থিত ছিলেন জেলা সভাপতি তুষার মজুমদার সহ বিজেপির নেতা-কর্মীরা। লটারিতে অংশ নেওয়ার জন্য বিজেপি দলীয় কার্যালয়েই আসে সাধারণ মানুষ। এমনকি স্কুল ইউনিফর্মে আসে শিশুরাও। সেখানেই লটারি হয়। লটারির মাধ্যমে মোট ১০ জনের নাম উঠে আসে। ইতিমধ্যেই এই ঘটনায় বিতর্ক ছড়িয়েছে।

    যদিও বিজেপি শিবিরের বক্তব্য কেন্দ্রীয় বিদ্যালয়ে সাংসদের কোঠায় ১০ জন ভর্তি হতে পারেন। সেই ১০ জনের লটারি-ই এখানে হয়েছে। সাংসদ লকেট চ্যাটার্জিও বলেন, যেহেতু তাঁর একটি কোটা আছে, তাই তিনি পার্টি অফিসে সেই লটারিটি করেছেন। শিক্ষার রাজনীতিকরণ কাকে বলে? এই ঘটনা তারই উদাহরণ বলে কটাক্ষ করেছে বিপক্ষ শিবির।