|
---|
মালদা, ০১ জুলাই । নিম্নমানের রাস্তা তৈরি নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । বন্ধ করে দেওয়া হলো রাস্তার কাজ। সোমবার ঘটনাটি ঘটেছে মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এব্যাপারে সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীরা মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। সরকারি নির্দেশ অনুসারে রাস্তা তৈরি না হলে সেই কাজ করতে দেওয়া হবে না বলো সাফ জানিয়ে দিয়েছে নুরপুর গ্রামের বাসিন্দারা। এনিয়ে ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। যদিও এব্যাপারে মানিকচক ব্লকের বিডিও সুরজিৎ পন্ডিত জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নুরপুর গ্রাম পঞ্চায়েতের সাড়ে তিন কিলোমিটার কংক্রিটের রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে ২৬ কোটি টাকা। নুরপুর ব্যারেজ থেকে নাজিরপুর প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার বাঁধের ওপর রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে সেচদপ্তর।গ্রামবাসীরা দেখতে পান ওই রাস্তার অত্যন্ত নিম্নমানের কাজ করা হচ্ছে। বিষয়টি নিয়ে বারবার স্থানীয় প্রশাসনকে জানালেও কোন ভ্রুক্ষেপ করছিল না। বাধ্য হয়ে তারা ওই রাস্তার কাজ বন্ধ করে দেন।
নুরপুর এলাকার গ্রামবাসীদের অভিযোগ, যেখানে সিডিউলে ৬ ইঞ্চি ধুস ও ইঁট ফেলার নির্দেশ রয়েছে । সেখানে দু ইঞ্চি ফেলে কাজ করা হচ্ছে। তাছাড়াও যে সমস্ত উপকরণ রাস্তা তৈরি করার ক্ষেত্রে দেওয়ার কথা। তা কিছুই দেওয়া হচ্ছে না। স্থানীয় ঠিকাদারদের কাছে সরকারি সিডিউল দেখতে চাইলে তাও না দেখানোর অভিযোগ উঠেছে।
এলাকার বাসিন্দা তথা নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এক সদস্যের অভিযোগ, এই রাস্তা তৈরির কাজ নিয়ে স্থানীয় ঠিকাদার মোটা অঙ্কের কাটম্যানি দিয়েছে শাসকদের একাংশকে। ঠিকাদারেরা মুনাফা করতেই নিম্নমানের জিনিস ব্যবহার করে রাস্তা তৈরি করা হচ্ছে। এই বাঁধের রাস্তা বহুদিন ধরে ভগ্ন অবস্থায় পড়েছিল। সম্প্রতি সেচদপ্তর এই বাঁধকে মেরামতির উদ্যোগ নেই।গ্রামবাসীদের দাবী স্বচ্ছভাবে এই রাস্তার কাজ না হলে রাস্তার কাজ বন্ধ থাকবে।
নূরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সুকিত শেখ জানিয়েছেন, এলাকার গ্রামবাসীরা কংক্রিটের রাস্তা তৈরি নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন । ওই রাস্তার কাজ ঠিকমত করা হচ্ছে না বলেও জানিয়েছেন। যেহেতু কাজটি শেষ দপ্তর করছে তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য ব্লক প্রশাসনিক কর্তাদের জানানো হয়েছে।