|
---|
সেখ সামসুদ্দিন, ৮ মেঃ আগামী সোমবার বর্ধমান পূর্ব লোকসভা আসনের ভোট। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত বাড়ছে প্রচারের ঝাঁঝ। আজ জামালপুর ব্লকের জারোগ্রাম, আবুইঝাটি ২ অঞ্চলে প্রচারে যান ব্লক সভাপতি মেহেমুদ খান। জারোগ্রামের হরিদোল ও সাতঘরিতে পথসভায় তাঁর সাথে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ, জেলা পরিষদের সদস্য শোভা দে সহ অন্যান্য নেতৃত্বরা। হরি দোলের পথসভায় বিজেপি থেকে ৮ টি পরিবারের (সুজয় মাইতি, উত্তম পোড়েল, লক্ষ্মীকান্ত পোড়েল, গণেশ মাল প্রভৃতি) প্রায় ৩২জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি মেহেমুদ খান। তিনি বলেন অনেকটা দেরি হলেও এঁরা বুঝতে পেরেছেন যে বিজেপিতে থেকে উন্নয়ন কিছু করা সম্ভব নয়। তাই ভোটের আগেই তাঁরা তৃণমূলে যোগদান করেন। তিনি তাঁদের তৃণমূলে স্বাগত জানান। আবুইঝাটি ২ অঞ্চলে পথসভায় ব্লক সভাপতির সাথে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি রমেন্দ্রনাথ কোঙার, প্রধান ঝর্না দাস, উপ প্রধান শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা। সাধারণ মানুষের উদ্যেশ্যে তিনি বলেন রাজ্যে কী কী উন্নয়ন হয়েছেন তা সকলেই দেখতে পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সকলেই নিজের নিজের একাউন্টে পাচ্ছেন। বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা, রাস্তায় রাস্তায় আলো, ঘরে ঘরে পানীয় জল, পড়াশোনায় বাম আমলের থেকে কয়েক গুণ এগিয়ে এই সরকার। নতুন নতুন স্কুল বিল্ডিং, ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ, কন্যাশ্রী, শিক্ষশ্রী, সহ বই খাতা, ব্যাগ, জুতো সহ নানা সুযোগ সুবিধা ছেলে মেয়েরা পাচ্ছে যার ফলে শিক্ষায় অনেক এগিয়ে যাচ্ছে তারা। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাই ভোটটা যেনো সবাই জোড়া ফুল চিহ্নেই দেন। ৪নং বোতাম টিপে তৃণমূলের প্রার্থী ডা শর্মিলা সরকারকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। কারণ অন্য দলের লোক আসবে, নানা প্রলোভন দেখাবে, কিন্তু সেই ফাঁদে পা দিলে হবে না। ভোটের পর এদের আর দেখা যাবেনা। কিন্তু তৃণমূল কংগ্রেস ভোটের পরও মানুষের পাশে থাকবে। জামালপুর ১পঞ্চায়েতের হালারাতেও পথসভায় বক্তব্য রাখেন ব্লক সভাপতি মেহেমুদ খান।