|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : কীর্তি আজাদের সমর্থনে তৃণমূল কংগ্রেসের পথসভা বড়শুলে। বর্ধমান দুর্গাপুর লোকসভা নির্বাচন হতে হাতিয়ার কটা দিন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ঘাসফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। এই কেন্দ্রে নির্বাচনী প্রচার জোট তুঙ্গে চলছে। ৭ মে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে অন্তর্গত বড়শুল মিলগেট বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। পৌরহিত্য করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিথ মালিক। এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নিশিথ মালিক বলেন রাজ্যের মা মাটি মানুষের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে প্রভূত উন্নতি সাধন করেছেন তা বিরোধীদের গাত্রদাহ হচ্ছে। বিরোধীরা প্ররোচনা দিচ্ছে। রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ও বাংলার উন্নয়নের জন্য লোকসভা নির্বাচনে আপামর ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন। এই পথ সভায় জেলা তৃণমূল কংগ্রেস নেতা আব্দুর রব বক্তব্য রাখতে গিয়ে বলেন, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৩০ টির অধিক আসন পাবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সাধারণ মানুষের পাশে প্রতিনিয়ত থাকেন। বিরোধীরা নির্বাচন এলে বসন্তের কোকিলের মত তাদের আগমন ঘটে। এই পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস নেতা সৌভিক পান সহ আরও অন্যান্য নেতৃত্বরা। পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকার, প্রাক্তন উপ প্রধান গৌরাঙ্গ লাল বসু, গৌড় দত্ত, বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ রতন, শেখ শফিক, শেখ মোহাম্মদ মহসিন, শেখ শুকুর, শেখ নাজির, শেখ মোঃ হাবিব প্রমুখ।