|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রীতম সিং জি.এস.এফ.পি বিদ্যালয়ে ২৫নম্বর বুথে ভোট দিলেন অরিজিৎ সিং ও তার স্ত্রী কোয়েল সিং। মঙ্গলবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জিয়াগঞ্জে বিকেলে সাড়ে ৪টা নাগাদ ভোট দিতে আসেন অরিজিৎ সিং ও তার স্ত্রী কোয়েল সিং, জিয়াগঞ্জ .এস.এফ.পি বিদ্যালয়ের ২৫নম্বর বুথে ঢোকার মুহূর্তে অরিজিৎ কে দেখতে ভিড় জমান মানুষজন,প্রশাসনিক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবেই ভোট দিয়ে বেরিয়ে আসেন শিল্পী অরিজিৎ সিং।