|
---|
সেখ সামসুদ্দিন, ৬ মেঃ লোকসভা ভোটের আগে তৃণমূলের জমজমাট প্রচার চলছে জামালপুরে। আজ জামালপুরের পারাতল ২ অঞ্চলের শিপতাইয়ে একটি পথসভা করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, অঞ্চল সভাপতি আনোয়ার আলী সরকার, প্রধান মাবিয়া বেগম, উপ প্রধান সরস্বতী মুর্মু সহ অন্যান্য নেতৃত্বরা। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মেহেমুদ খান বলেন রাজ্যের মানুষের জন্য মুখ্যমন্ত্রী কী কী কাজ করেছেন। কত প্রকল্প নিয়ে এসেছেন সাধারণ মানুষের সুবিধার জন্য। গ্রামের মায়েরা, বোনেরা লক্ষ্মীর ভান্ডারে ডবল টাকা পাচ্ছেন, ঘরে ঘরে পরিষেবা পৌঁছে যাচ্ছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রুপশ্রী সহ একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। তাই চিন্তা ভাবনা করে ভোট দেওয়ার কথা বলেন তিনি। অনেকে ভোট চাইতে আসবে নানা প্রলোভন দেখাবে কিন্তু ভোট আপনারা ইভিএমের ৪ নং বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে ডা শর্মিলা সরকারকে বিপুল ভোটে জয়ী করানোর আহবান জানান।