নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে মোটর ভ্যান ও বাইকের সংঘর্ষে আহত প্রায় ১৫ জন তৃণমূল কর্মী সমর্থক!

রায়দিঘী:নুরউদ্দিন : নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে মোটর ভ্যান ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত প্রায় ১৫ জন, প্রায় দুই থেকে ৩ জনের আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।বুধবার দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদারের সমর্থনে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা ছিল,আর সেই জনসভাতেই এসেছিল তৃণমূলের কর্মী সমর্থকরা, তারা বাড়ি ফেরার পথে রায়দিঘীর মন্ডল পাড়ার কাছে মোটর ভ্যান ও বাইকের সংঘর্ষে গুরুতর ভাবে আহত হল প্রায় ১৫ জন তৃণমূল কর্মী সমর্থক। প্রথমে তাদেরকে উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাদের মধ্যে দুই থেকে তিন জনের আশঙ্কা জনক অবস্থা থাকার ফলে ডায়মন্ড হারবারে স্থানান্তরিত করা হয়,তাদের দেখতে হাসপাতালে ছুটে আসেন রায়দিঘীর বিধায়ক অলক জালদাতা,মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার, সুন্দরবন জেলার এডিশনাল এসপি সাহেব ও রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহা,তবে আহত ব্যক্তিদের পাশে থাকার আশ্বাস দেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার ও রায়দিঘির বিধায়ক ডাক্তার অলক জলদাতা!