বিশেষভাবে সক্ষম ও বয়স্ক ব্যক্তিদের ভোটগ্রহণ করা হল রাজনগরে

 

     

     

     

    খান আরশাদ, বীরভূম:

    বুধবার বিশেষভাবে সক্ষম ও বয়স্ক ব্যক্তিদের ভোটগ্রহণ করা হল রাজনগরে।
    বিশেষভাবে সক্ষম যেসব ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তি যারা আছেন ভোটের দিন লাইনে দাঁড়িয়ে তাদের ভোটদানে সমস্যা হয়। ভোট দান করতে পারেন না। সেইসব ব্যক্তিদের সুবিধার কথা ভেবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাড়িতে গিয়ে এইসব ব্যক্তিদের ভোট গ্রহণ করা হলো। যাতে এসব ব্যক্তিরা নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত না হন এবং স্বাধীনভাবে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তার মাধ্যমে বীরভূমের রাজনগরের বিভিন্ন গ্রামে ওইসব ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করেন ভোট কর্মীরা।