আন্দোলনে নামলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা

নতুন গতি, ওয়েব ডেস্ক : আন্দোলনে নামলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা। এর জেরে জরুরী পরিষেবা ছাড়া অন্যান্য পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে। অভিযোগ, কোভিডের দোহাই দিয়ে গত দুই বছর কাউন্সেলিং না হওয়ায় নতুন জুনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা ওয়ার্ডে যোগ দিতে পারেননি। ফলে তৃতীয় বর্ষের জুনিয়র রেসিডেন্ট ডাক্তাররা স্বল্প সংখ্যক লোক নিয়ে ওয়ার্ডে কাজ করতে বাধ্য হচ্ছেন।

    জুনিয়র রেসিডেন্ট ডাক্তারদের অভিযোগ, আদালতে বিষয়টি ঝুলে থাকায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পরা ডাক্তারদের কাউন্সেলিং আটকে রয়েছে। এদিন হাসপাতালের ইমার্জেন্সির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে সামিল হন। তাদের আরও অভিযোগ করেন, স্বল্প সংখ্যক লোকবল নিয়ে তাদের রোগী পরিষেবা দিতে হচ্ছে। যার জেরে কখনও কখনও।

     

    রোগীদের সঙ্গে কিংবা তাদের পরিবারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছে তার। তাদের দাবি পূরণ না হওয়া অবধি প্রতিদিন দু’ঘণ্টা করে প্রতীকি আন্দোলনে সামিল হবেন তারা বলে জানিয়েছেন।