|
---|
নতুন গতি নিউজ ডেক্স, 42 তম বীরভূম লোকসভা আসনে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রার্থীরা| তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে দু বারের সাংসদ শতাব্দী রায়ের নাম ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো| কাস্তে হাতুড়ি তারা চিহ্নে লড়ছেন বীরভূমের মুরারইয়ের সন্তান ডাক্তার রেজাউল করিম|কংগ্রেস ও বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা না করলেও কংগ্রেসের সম্ভবত মিল্টন রশিদ ও বিজেপিতে লকেট চ্যাটার্জির দাঁড়ানোর সম্ভাবনা আছে বীরভূমে|বীরভূমে নতুন গতি সমীক্ষায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য, প্রার্থী যেই হোক না কেন বীরভূমে এবার বাজিমাত করতে চলেছে নোটা|নোটা এবার বেশ কিছু ভোট নিজের দখলে রাখবে| বীরভূমে শতাব্দী রায় কে প্রার্থী হিসেবে ঘোষণা করলেও অনেক তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ক্ষোভ আছে| নলহাটিতে শতাব্দী রায় ওভারব্রিজের প্রতিশ্রুতি দিলেও সেটা এখনো গড়ে উঠেনি বিরোধীদের কাছে এবার হাতিয়ার নলহাটি ওভারব্রিজ, মাননীয়া সাংসদ কথা দিয়ে কথা রাখেনি এমনটাই মন্তব্য করেছে বিরোধী শিবির ভোট প্রচারে বেরিয়ে| প্রথম থেকে সিপিএম ও কংগ্রেসের জোটের প্রসঙ্গ উঠলেও শেষে ভেস্তে গেছে সেখানেও যে ভোটের কিছুটা হলেও প্রভাব পড়বে