কলকাতার রাস্তার দখল নিয়েছে এন আর সি বিরোধী দল এবং সংগঠনগুলি।

কলকাতার রাস্তার দখল নিয়েছে এন আর সি বিরোধী দল এবং সংগঠনগুলি।
নতুন গতি,ওয়েব ডেস্ক: আর সি, এন পি আর ও নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে উত্তাল বাংলা তথা ভারতের রাজনীতি। কলকাতার রাস্তার দখল নিয়েছে এন আর সি বিরোধী দল এবং সংগঠনগুলি।
সেই সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এবং এনআরসি,এনপিআরের বিরুদ্ধে আজ জাতীয় বাংলা সম্মেলন সংগঠনের ডাকে লেখক,বুদ্ধিজীবীদের নিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে।সভার শুরুতেই বক্তব্য রাখেন লেখক সুজন ভট্টাচার্য্য এবং বিস্তারিতভাবে বিরোধিতার কারণ বাখ্যা করেন তিনি বলেন “ধর্মের নামে বিজেপি চেয়েছিল মানুষের মধ্যে বিভাজন ঘটাতে কিন্তু বাংলার মানুষ হিন্দু মুসলিম ভাইয়েরা এক হয়ে রর বিরুদ্ধে প্রতিবাদ করছে”. সভা শেষে বক্তব্য রাখেন জাতীয় বাংলা সম্মেলনের সভাপতি অনির্বান ব্যানার্জি তিনি নিজের বক্তব্যে বলেন “সারা বিশ্বে রেনেসাঁস বা নবজাগরণ যদি কোথাও হয়ে থাকে সেটা বাংলায় হয়েছিল কারণ বাংলার মানুষ প্রশ্ন করতে জানে আর মোদি অমিত শাহরা সেই প্রশ্নকে ভয় পায় তাই ক্ষুদিরাম,সূর্য সেনের বংশোধর দের তারা “উইপোকা” বলে এছাড়া তিনি বাঙালিকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে লড়াই করার আহ্বান জানান।”
সভা ঘিরে পথচলতি বাঙালির উৎসাহ ছিল চোখে পড়ার মতো।