সেলফি তোলার চাপে মঞ্চ ভেঙে আহত নুসরত

নিজস্ব সংবাদদাতা; ঝাড়গ্রাম: পরপর ভেঙে পড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের সভামঞ্চ। আজ নির্বাচনী প্রচারে ঝাড়গ্রাম জেলার গোয়ালতোড়ে এসে সভামঞ্চে উঠলেন নুসরত জাহান। আর মঞ্চে ওঠার কিছু পরেই নুসরতের সভামঞ্চ ভেঙে পড়ে। এর ফলে পড়ে যান তৃণমূলের প্রার্থী তথা অভিনেত্রী নুসরাত জাহান।

    যদিও এই ঘটনায় সভামঞ্চের উচ্চতা কম হওয়ায় দরুণ তেমন কোন বড় ধরনের বিপদ ঘটেনি। ফলেই, এ যাত্রায় অল্প আঘাতে রক্ষা পেয়েছেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান। নুসরত তেমন আহত না হলেও, এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী এবং সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    এই গুরুত্বপূর্ণ সভামঞ্চ কীভাবে ভেঙে পড়ল, তা খতিয়ে দেখবে তৃণমূল। অতিরিক্ত ভিড় সামলাতে না পেরেই মঞ্চটি ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যদিও অপরদিকে সমূহ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

    নুসরত একদিকে যেমন তৃণমূল প্রার্থী, অপর দিকে অভিনেত্রী। তাই আজ স্বভাবতই তৃণমূল সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।

    এলাকায় তৃণমূল প্রার্থী বিরবাহা সোরেনের হয়ে প্রচারে যান নুসরত। প্রচার মঞ্চে চলাকালীন মঞ্চে একে একে অন্যান্য তৃণমূল নেতারা বক্তব্য রাখছিলেন। সেই সময় মঞ্চে বসে ছিলেন অভিনেত্রী তথা প্রার্থী নুসরত। অপরদিকে নুসরতকে দেখতে মঞ্চের সামনে ক্রমশ ভিড় বাড়ছিল। সেই সময় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায় সভা মঞ্চ। এর ফলে মঞ্চের উপরে থাকা সবাই পড়ে যান। এরসাথে পড়ে যান অভিনেত্রী নুসরত। কিন্তু মঞ্চের উচ্চতা তেমন না থাকায় অল্প আঘাত পেয়েছেন তিনি। এরপর তড়িঘড়ি করে মঞ্চ ছেড়ে দেন নুসরত।