*বহিরাগত ও গরীব দুঃস্থদের জন্য ইফতারের ব্যবস্থা করা হলো লালগোলার মসজিদে*

আসিফ আলম, নতুন গতি, বহরমপুর : ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান রমজানের রোজা! রমজানের রোজার ইফতারে যাতে বিশেষ করে গরীব, দুঃস্থ খেটে খাওয়া মানুষেরা আনন্দে অংশগ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে পূর্ণ একমাস ইফতারের ব্যবস্থা করা হলো লালগোলার একটি মসজিদে ।

    এমন মহান উদ্যোগ নিয়েছেন মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার গোডাউন মোড় জুম্মা মসজিদ কর্তৃপক্ষ!

    বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী উক্ত মসজিদের সম্পাদক আব্দুর রাজ্জাক জানান অনেক সময় বহিরাগত মানুষরা ইফতারের সমস্যায় পড়েন, তাদের যেন কোথায় ইফতার করব এই চিন্তা ভাবনা করে সমস্যায় পড়তে না হয় এবং এলাকার দুস্থ ও গরিবদের কথা মাথায় রেখে আমরা পুরো রমজান মাস ইফতারের ব্যবস্থা করেছি!

    তিনি আরো বলেন এই ভাবে যদি আমরা প্রত্যেকটা মসজিদ কর্তৃপক্ষ রোজার দিনে গ্রামবাসী ও বহিরাগত রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকি তাহলে হয়তো রোজার আনন্দটা আরও বহু অংশে বেড়ে যাবে।