কেশপুরে ট্রাস্টের উদ্যোগে পুষ্টি সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, কেশপুর : করোনা আবহে শিশুদের পুষ্টি নিয়ে আলোচনা শিবির করলো কেশপুর উচাহার পাবলিক চ‍্যারিটেবিল ট্রাস্ট। গত কয়েকদিন ধরে কেশপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে মা ও শিশুদের পুষ্টিকর খাবার কেমন খাওয়া উচিত এই নিয়ে আলোচনা সভা হয়। আজ তার সমাপ্তি অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন কলাগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম সরকার, কেশপুর নিউজ কর্ণধার সেখ জিয়াবুল হক, অঞ্চলের আশা কর্মী ও আই সি ডি এস শিক্ষিকা প্রমুখ। ট্রাস্টের প্রধান আমারুল মল্লিক বলেন, স্বাস্থ্যই সম্পদ। সেই সম্পদকে রক্ষা করার জন্য আমাদের ট্রাস্ট নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এই শিবির ছিল তারই একটা অঙ্গ। এহেন উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।