|
---|
বাবলু হাসান লস্কর কুলতলী দক্ষিণ চব্বিশ পরগনা:কুলতলীর জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের পাখিরালা নোয়াপাড়া এলাকায়। চব্বিশে মার্চ শুক্রবার রাতে কুলতলী ব্লকের জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের পাখিরালা নোয়াপাড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে রাতের খাবার খেয়ে অসুস্থ শতাধিক। তড়িঘড়ি এলাকার মানুষজন নিয়ে আসে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন। এই খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে পৌঁছায় জালাবেড়িয়া অঞ্চল প্রধান অসীম হালদার। ব্লক উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হাড়োমনি নস্কর, সভাপতি রুপা সরদার সহ বিধায়কের প্রতিনিধি দলের সদস্য আবু বক্কর সরদার।পরে কুলতলী থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকার, বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল সহ একাধিক আধিকারিক কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে চিকিৎসক দল পৌঁছায় জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের পাখিরালা নোয়াপাড়ায়। এমনই মর্মান্তিক ঘটনায় একটি গ্রামের অধিকাংশ মানুষজন চিকিৎসাধীন স্বাস্থ্য কেন্দ্রে। কয়েক জন জেলা হাসপাতালে স্থানান্তরিত হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কজনক